হাতির পদচারণে নিরব চাঁদাবাজি

হাতির পদচারণে নিরব চাঁদাবাজি

শেয়ার করুন

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে হাতি দিয়ে চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায় মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার রাজারহাট বাজারসহ বিভিন্ন হাটবাজারে প্রতিটি দোকানে অজ্ঞাত এক যুবক তার হাতি দিয়ে ২০ থেকে ৫০টাকা পর্যন্ত চাঁদা তুলছে।

শুধু দোকানে নয় পথে ঘাটে এমন কি বাড়ি বাড়ি গিয়েও  হাতি দিয়ে চাঁদা তুলছে সে।

Hathi, হাতি

অনেকেই হাতিটির ভয়ে চাঁদা দিতে বাধ্য হয়। হাতির মাউথের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে সে বগুড়া বলে চুপ থাকেন। সে কারও সঙ্গে কথা বলতেও রাজি হয়নি। নিরবে প্রতিটি দোকান থেকে চাঁদা তুলে যাচ্ছে।

রাজারহাট বাজারের কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, মাসে ২ থেকে ৩বার এই এলাকায় হাতি নিয়ে এসে চাঁদা তুলে। কারা এটি করছেন তার হদিস মেলেনি।

এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আ. রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এক ধরনের পেশাদার সার্কাসের হাতি নিয়ে এসে ব্যবসা করেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।