শততম টেস্টে শতক হাঁকার রেকর্ডে সাকিব

শততম টেস্টে শতক হাঁকার রেকর্ডে সাকিব

শেয়ার করুন

260285এটিএন টাইমস ডেস্ক:

নিজ দেশের শততম টেস্টে শতক। এই তালিকায় অস্টম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান। ১৯১২ সালে প্রথমবারের মতো দেশের শততম টেস্টে সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার ক্যালিওয়ে ও বার্ডসলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

১৯৪৯ এ দক্ষিণ আফ্রিকার ওয়াল্টার ওয়েড সেঞ্চুরি করেন ইংল্যান্ডের বিপক্ষে। ১৯৭২ সালে নিজেদের শততম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের দুই ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন। একজন বেভান কংডন অন্যজন ব্রায়ান হ্যাস্টিং।

এর সাত বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের সেঞ্চুরি টেস্টে শতক করেছিলেন পাকিস্তানের মাজিদ খান। ৩৮ বছর পর সেই তালিকায় যুক্ত হন জিম্বাবুয়ের লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার। নিজেদের মাটিতে তিনি সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৭ সালে অনন্য এই কির্তী গড়লেন বাংলাদেশের সাকিব আল হাসান।