ভূমধ্যসাগরে দুই দিনে ৬ হাজার অভিবাসী উদ্ধার!

ভূমধ্যসাগরে দুই দিনে ৬ হাজার অভিবাসী উদ্ধার!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ইউরোপে ৬ হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছেন ইতালীয় কোস্টগার্ড। শুক্রবার ও শনিবার এই অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। শনিবার এক বিবৃতিতে ইতালিয়ান কোস্টগার্ড জানায়, ইউ বর্ডার এজেন্সি ফ্রনটেক্স ও কিছু এনজিওর সহায়তায় ৩ হাজার নাগরিককে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড।

এদের মধ্যে ৭৩০ জনকে ডক্টরস উইথাউট বর্ডার্সের একটি জাহাজে তুলে দেয়া হয়। বাকীদের ইতালিতে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে লিবিয়ার কোস্টগার্ড জানায়, শনিবার ত্রিপোলি থেকে ১৭০ জন অভিবাসীকে তারা উদ্ধার করেছে।

এর একদিন আগেই লিবিয়া উপকূলে রাবার বোটে ভাসমান অবস্থায় আরও তিন হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছিলো কোস্টগার্ড। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফ্রিকা ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে চলতি বছরে প্রায় ৩৭ হাজার মানুষ লিবিয়া ও ইতালিতে পাড়ি জমিয়েছে।