পাবর্ত্যাঞ্চলে স্নানোৎসব দিয়ে শুরু সাংগ্রাই উৎসব

পাবর্ত্যাঞ্চলে স্নানোৎসব দিয়ে শুরু সাংগ্রাই উৎসব

শেয়ার করুন

Rangamati biju pic-12-04-17-2এটিএন টাইমস ডেস্ক:

তিন পাবর্ত্যাঞ্চলে অনুষ্ঠিত হলো স্নানোৱসব। সাঙ্গু নদীতে বুদ্ধ মূর্তি স্নানের মধ্য দিয়ে বান্দরবনে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের বর্ষবরণ সাংগ্রাই উৎসব । এ সময় বুদ্ধ মূর্তিকে চন্দনের জল দিয়ে স্নান করানো হয়। নারী-পুরুষ সবাই এক সঙ্গে এ স্নানে অংশ নেয়।

মারমা সম্প্রদায়ের বিশ্বাস বুদ্ধের মূর্তি স্নানের চন্দন জল পবিত্র। এটি শরীরের রোগ-জীবাণুসহ দুঃখ-গ্লানি ধুয়ে মুছে দেয়। এতে পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এদিকে বিকেলে শহরের রাজবাড়ি মাঠে বিকেলে অনুষ্ঠিত হবে এ সম্প্রদায়ের বর্ষবরণ সাংগ্রাই উৎসবের ঐতিহ্যবাহী জলখেলা। এছাড়া, খাগড়াছড়িতে বয়োজ্যেষ্ঠদের স্নান করিয়ে বিতরণ করা হয়েছে বস্ত্র। শনিবার সকালে গ্রামের ৫০ জন বয়োজ্যেষ্ঠকে একসঙ্গে স্নান করানো হয়।

তারপর ভক্তিভরে প্রণাম করে দেয়া হয় নতুন বস্ত্র। খাগড়াছড়ির নয়মাইল নিম্ন মাধ্যমিক স্কুল মাঠে স্থানীয় ত্রিপুরা আদিবাসীরা এই আয়োজন করেন।