পর্দা নামল বেঙ্গল উচ্চাঙ্গ সজ্ঞীত উৎসবের

পর্দা নামল বেঙ্গল উচ্চাঙ্গ সজ্ঞীত উৎসবের

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

পর্দা নেমেছে পাঁচ দিনের বেঙ্গল উচ্চাঙ্গ সজ্ঞীত উৎসবের। বনানীর আর্মি স্টেডিয়ামে শেষ রাতের প্রথম প্রহেরে কিংবদন্তির সন্তুর বাদক শিবকুমার শর্মা আর শেষ প্রহরে প্রবাদপ্রতিম বংশিবাদক পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির মন্ত্রমুগ্ধ হয়েছেন ঢাকার সঙ্গীতপ্রিয় দর্শকশ্রোতা।

অনুষ্ঠানের সান্ধ্য আয়োজনে বিভিন্ন পরিবেশনার ফাঁকে ছিল সমাপনীর আনুষ্ঠানিকতা। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৬-এর সমাপনী রাতের সূচনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের দলীয় পরিবেশনা ও বেঙ্গল পরস্পরা সংগীতালয়ের শিক্ষার্থীদের অনবদ্য বাদন এ।

এই দুই পরিবেশনার পর ছিল উৎসব সমাপনীর আনুষ্ঠানিকতা। বক্তারা পঞ্চমুখ হন শ্রোতাদের প্রশংসায়। বছর ভর অব্যাহত সাংস্কৃতিক কর্মকাণ্ডে দেশে অপরাধ প্রবণতা কমবে বলেই বিশ্বাস।

রাতের প্রথম প্রহরেই কিংবদন্তি সন্তুরবাদক পন্ডিত শিবকুমার শর্মা মন্ত্রমুগ্ধ করেন দর্শকদের। সমাপণী রাতে আরো ছিলেন কুমার মারদুর ও আরতী আঙ্গালিকার, পন্ডিত কুশল দাস।

অবশ্য মূল আকর্ষণ ছিল প্রতিথযশা বংশীবাদক পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশি। সেই বাঁশির সুরে মাতোয়ারা হতে গভীর রাতে জড়ো হয়েছিল অসংখ্য মানুষ।