ধান গেছে, মাছ গেছে এবার দেনার দায়ে যাচ্ছে গবাদি পশু

ধান গেছে, মাছ গেছে এবার দেনার দায়ে যাচ্ছে গবাদি পশু

শেয়ার করুন

Banna-Picএটিএন টাইমস ডেস্ক:

ধান গেছে, মাছ গেছে। এখন দেনার দায়ে যাচ্ছে গবাদি পশুপাখি। হাওরের কৃষক এখন বাধ্য হচ্ছেন সস্তায় খামার বেচে দিতে। কয়েক মাস পরেই কোরবানির ঈদ। ঈদের হাটে গবাদিপশুর ভালো দাম পাবেন, সেই আশায় নতুন দিনের স্বপ্ন বুনেছিলেন হাওরের কৃষক।

ধান গেছে, পশুর খাবার খরচটুকুও বাচাতে পারেন নি। আর বানের তোরে মানুষেরই থাকার জায়গা নেই, পশু রাখবেন কোথায়? কেউবা আবার ঋণ নিয়ে হাসের খামার গড়েছিলেন। মড়ক লাগায়, সস্তায় বিক্রি করেছেন সেই খামার। এখন সব হারিয়ে, ঋণের বোঝাটা বড্ড ভারী।

তবে হাওর এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তারা এরই মধ্যে এনজিও গুলোর ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন। হাওর পরিদর্শনে গিয়ে মন্ত্রীও বলেছেন সেই কথা।

তবে কৃষক বলছে, আজ হোক, কাল হোক এই টাকাতো তাদের দিতেই হবে। আগামী মৌসুমেও নিতে হবে নতুন ঋণ। এই ঋণ চক্র থেকে মুক্তি চান তারা।