দুই লাখের বেশী রোহিঙ্গা শিশু ঝুঁকিতে: জাতিসংঘ

দুই লাখের বেশী রোহিঙ্গা শিশু ঝুঁকিতে: জাতিসংঘ

শেয়ার করুন

rohinga childrenডেস্ক রিপোর্ট:

দুই লাখের বেশী রোহিঙ্গা শিশু ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের এক বিবৃতিতে জানানো হয়, প্রাথমিক তথ্যমতে মানবিক এ সংকটে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০ শতাংশ শিশু।

বাংলাদেশে শরণার্থী আসার স্রোত নজিরবিহীন উল্লেখ করে বিবৃতিতে জানানো হয়, গত ৪ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্তই  বাংলাদেশে প্রবেশ করেছে ২ লাখ ২০ হাজার শরনার্থী। যার অধিকাংশই শিশুই দুর্বলতা, ক্ষুধা ও মানসিকভাবে আঘাত পাওয়ায় মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

এ মুহুর্তে শিশুদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সবচেয়ে বেশী প্রয়োজন বলেও বিবৃতিতে জানানো হয়। জাতিসংঘের তথ্যমতে, গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত ৩ লাখ ৩০ হাজারের বেশী রোহিঙ্গা শরনার্থী  বাংলাদেশে এসেছে।