২১শে পা রাখল ‘এটিএন বাংলা’

২১শে পা রাখল ‘এটিএন বাংলা’

শেয়ার করুন

21 BOSORE ATN BANGLAএটিএন টাইমস ডেস্ক:

২০ পেরিয়ে ২১-এ পা রাখল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। এ উপলক্ষে সকালে এটিএন বাংলা ষ্টুডিওতে কেক কেটে জম্মদিনের অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

এটিএন বাংলার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সাথে কেক কাটায় অংশ নেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিঞা-সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।

এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষও শুভেচ্ছা জানাতে আসেন। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও সাথে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।