২০২১ সালের মধ্যে শতভাগ নিরাপদ পানি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

২০২১ সালের মধ্যে শতভাগ নিরাপদ পানি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

২০২১ সালের মধ্যে শতভাগ মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ঢাকার একটি হোটেলে তিন দিনের পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নিরাপদ পানির জন্য জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সময়সীমা ২০৩০ সাল। প্রধানমন্ত্রী দাবি করেন, ২০১৫ সাল থেকেই সারা দেশের ৮৭ শতাংশ এবং শহরাঞ্চলের ৯৮ শতাংশ মানুষ নিরাপদ পানি পাচ্ছে। সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করার ক্ষেত্রে এটি বড় সাফল্য বলে উল্লেখ করেন তিনি।

সরকার ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমানোর ওপর জোর দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ২০২১ সালের মধ্যে সব বিভাগীয় শহরে নিরাপদ ভূ-উপরিস্থ পানি নিশ্চিত করার কার্যক্রম চলছে।