১৩ সেপ্টেম্বর থেকে খুলছে মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান

১৩ সেপ্টেম্বর থেকে খুলছে মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান

শেয়ার করুন

Untitled-3-6

।। নিজস্ব প্রতিবেদক।।

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে খুলছে মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান। এদিন থেকে সশরীরে শুরু হবে ক্লাস। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান। এসব প্রতিষ্ঠানে শিক্ষক- শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা মহামারি শুরু হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সরকারি ঘোষণা অনুযায়ী এই ছুটি ১১সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যাপারে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। জাহিদ মালেক বলেন, ১৮ বছরের নিচে শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেয়ার চিন্তা করা হচ্ছে।