১০৪ দেশকে টি-টোয়েন্টি স্বীকৃতি দেয়া সময় উপযোগী উদ্যোগ: বাশার

১০৪ দেশকে টি-টোয়েন্টি স্বীকৃতি দেয়া সময় উপযোগী উদ্যোগ: বাশার

শেয়ার করুন

habibul

স্পোর্টস ডেস্ক:

১০৪ দেশকে টি-টোয়েন্টি স্বকৃতি দেয়া ক্রিকেট গ্লোবালাইজেসনের জন্য সময় উপযোগী উদ্যোগ মনে করে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নির্বাচকমন্ডলীর সদস্য হাবিবুল বাসার সুমন।

ফুটবলের পাশাপাশি ক্রিকেটকে আরো জনপ্রিয় করে তুলতে এক সঙ্গে ১০৪ দেশকে দেয়া হয়েছে টি-২০ স্বকৃতি। ক্রিকেট বিশ্লেষকদের নানা ধরণের মতামত থাকলেও হাবিবুল বাসার সিধান্তটাকে সমর্থন করেন।

এদিকে টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা বৃদ্ধি টেস্ট ক্রিকেটে কোন প্রভাব পড়বে না বলেন জালাল আহমেদ চৌধুরি। ঘরোয়া লিগে রান করা সিনিয়র ক্রিকেটারদের নিয়ে তারা দুজনই ভিন্ন ভিন্ন মতামত ব্যক্ত করেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে মাশরাফীকে দেখা যাবে কিনা? এমন প্রশ্ন সুকৌশলে এড়িয়ে যান এই নির্বাচক।