হেলেনা জাহাঙ্গীর গ্রেফতার, জয়যাত্রা আইপি টিভি ও জয়যাত্রা ফাউন্ডেশন ভবনে অভিযান

হেলেনা জাহাঙ্গীর গ্রেফতার, জয়যাত্রা আইপি টিভি ও জয়যাত্রা ফাউন্ডেশন ভবনে অভিযান

শেয়ার করুন

Helena

আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর তাঁর মালিকানাধীন জয়যাত্রা আইপি টিভি ও জয়যাত্রা ফাউন্ডেশন ভবনে অভিযান চালিয়েছে র‌্যাব। প্রায় ভোর পর্যন্ত রাজধানীর মিরপুরে অবস্থিত ওই ভবনে অভিযান চালানো হয়। এর আগে রাত সোয়া ১২টার দিকে গুলশানের বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাবের সদর দপ্তরে নেওয়া হয়। তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মদ, বৈদেশিক মূদ্রা, ক্যাসিনো খেলার সরঞ্জাম, হরিণের চামড়া এবং ওয়াকি টকি। আরও জানাচ্ছেন, নজিবুর রহমান।

সম্প্রতি ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি ‘ভুঁইফোঁড়’ সংগঠনের সঙ্গে হেলেনা জাহাঙ্গীরের সম্পৃক্ততার খবর প্রকাশ হলে, তাকে কমিটি থেকে অব্যাহতি দেয় আওয়ামী লীগ। এরপর ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেন এই ব্যবসায়ী নেতা।