হাসপাতাল কর্মী রিংকু হত্যা মামলায় ১ জনের ফাঁসি

হাসপাতাল কর্মী রিংকু হত্যা মামলায় ১ জনের ফাঁসি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল কর্মী আমির হোসেন রিংকু হত্যা মামলায় একজনের ফাঁসি ও দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে, গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ. কে এম এনামুল হকের আদালত এ রায় দেন।

একই সঙ্গে ফাঁসির আসামির ১০ হাজার টাকা জরিমানা ও অন্য দুই আসামির ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন।

মামলার বিবরণে বলা হয়, টঙ্গীর গোপালপুর পশ্চিমপাড়া এলাকায় থাকার সময় নিহত রিংকু উত্তরার রিজেন্ট হাসপাতালে চাকুরি করতেন। তার সঙ্গে আসামি আল আমিন, রকি এবং কাকনের পূর্ব বিরোধ ছিল। এরই জের ধরে ২০১৫ সালের ১২ জুন রিংকু বাসায় ফেরার পথে আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়ার পর তার মৃত হয়। নিহত রিংকু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার কাঠালিয়া গ্রামের আবুল কাইউমের ছেলে।