স্বাস্থ্যবিধি না মানলে দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ হবে- স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যবিধি না মানলে দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ হবে- স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন

Health Minister

মানিকগঞ্জ প্রতিনিধি ।।

সরকার ঘোষিত ১১ দফা বিধি নিষেধ না মানলে, দেশের করোনা সংক্রমণ আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে সিটিস্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, লকডাউন দিলে দেশের ক্ষতি হবে। তাই আমরা সেদিকে যেতে চাই না। তবে বাণিজ্য মেলাসহ অনেক স্থানেই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এটা খুবই উদ্বেগজনক। নিজের জন্য, দেশের জন্য স্বাস্থ্যবিধি মানতে হবে।

তিনি বলেন, শুক্রবার একদিনেই ৪ হাজার ৪০০ জন সংক্রমিত হয়েছে। এ হিসাবে সংক্রমণের হার প্রায় ১৩ শতাংশ ছাড়িয়ে গেছে। প্রতিদিন ৩ শতাংশ হারে বাড়ছে।

এ অবস্থায় আমাদের সবাইকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও সবাইকে টিকা নিতে আহবান জানান মন্ত্রী।

দেশে টিকার কোনো ঘাটতি নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে সোয়া ১৪ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রায় ৭০ লাখ শিক্ষার্থী টিকা পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান এ সময় উপস্থিত ছিলেন।

Biplob Roy