সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের জন্য ‘স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপ’

সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের জন্য ‘স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপ’

শেয়ার করুন

street child world cup

স্পোর্টস ডেস্ক: 

বিশ্বকাপের ১ মাস আগে সুবিধাবঞ্চিত কিশোর কিশোরিদের জন্য স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছে স্বাগতিক দেশ রাশিয়া। সাধারনত বিশ্বকাপের ১ মাস আগে হয়ে থাকে সুবিধাবঞ্চিত কিশোর কিশোরিদের এই ফুটবল বিশ্বকাপ।

২০১০ সালে দক্ষিন আফ্রিকায় প্রথম অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। পরে তা ব্রাজিলেও হয়েছে।

এবার ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া হওয়ায়, মস্কোতে অনুষ্ঠিত হচ্ছে এই স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপ। যেখানে অংশ নিচ্ছে ১৩ থেকে ১৭ বছর বয়সি ২১ দেশের সুবিধাবঞ্চিত কিশোর কিশোরিরা। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৬ মে।