লড়াই করেও হারতে হল

লড়াই করেও হারতে হল

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক:

ব্লুমফন্টেইনে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের স্বাদ পেল বাংলাদেশ। ব্যাটসম্যানদের দায়িত্বহীনতায় প্রোটিয়াদের কাছে ২০ রানে হেরেছে সাকিবের দল। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার দেয়া ১৯৬ রানের টার্গেট তাড়া করতে নেমে সূচণা ভালো ছিলো বাংলাদেশ দলের। মাত্র ৪ ওভারে উদ্বোধনী জুটিতে আসে ৪৩ রান। ব্যক্তিগত ১০ ইমরুলের বিদায়ের পর দলীয় ৬৪ রানে আউট হন সাকিব। পরে, দলীয় ৯২ রানে ৪৭ রান করে সৌম্যর বিদায়ের পর ধ্বস নামে বাংলাদেশ শিবিরে।

দায়িত্বহীনতার পরিচয় দিয়ে বাজে শট খেলে একে এক আউট হন মুশফিক, রিয়াদ এবং সাব্বির। শেষ দিকে, সাইফুদ্দিনের হার না মানা ৩৯ রান কেবল ব্যবধানই কমিয়েছে। ৯ উইকেটে ১৭৫ রানে বাংলাদেশের ইনিংস থামলে ২০ রানের জয় পায় প্রোটিয়ারা।

এর আগে কুইন্টন ডি কককে সাথে নিয়ে প্রোটিয়াদের ইনিংস সূচণা করেন হাশিম আমলা। দলীয় ১৮ রানে তাকে ফেরান মেহেদী মিরাজ। তবে, ডি ককের ৫৯, ডি ভিলিয়ার্সের ৪৯ এবং শেষ দিকে ফারহান বেহারদিয়েনের ৩৬ রানের সুবাদে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। মিরাজ নেন দুই উইকেট।