লালমনিরহাটে তিস্তার পানি কমলেও পানিবন্দী অসংখ্য পারিবার।

লালমনিরহাটে তিস্তার পানি কমলেও পানিবন্দী অসংখ্য পারিবার।

শেয়ার করুন

Lalmonirhat Flood। লালমনিরহাট প্রতিনিধি ।।
ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারনে লালমনিরহাটের তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি আজ সকাল ৬টায় ৩০ সেন্টিমিটার নিচে প্রবাহিত হলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

ব্যারেজের ভাটিতে থাকা হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নের নদীতীরবর্তী নিম্নাঞ্চলগুলোয় পানিবন্দি রয়েছে অন্তত ১০ হাজার পরিবার। তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের সর্ববৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রন করছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধির ফলে ব্যারেজের ফ্লাড বাইপাস সড়কটির ৩শ মিটার অংশ ভেঙে যাওয়ায় লালমনিরহাট জেলার সাথে ব্যারেজ দিয়ে নীলফামারী যাতায়াত বন্ধ রয়েছে।

পানি বৃদ্ধির ফলে ব্যারাজের ভাটিতে থাকা জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধা উপজেলার সানিয়াজান,গড্ডিমারী,সির্ন্দুনা,ডাউয়াবাড়ি,পাটিকাপাড়া,সিঙ্গিমারী,কালীগঞ্জ উপজেলার ভোটমারী, তুষভান্ডার, কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোছা ও সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ, গোকুন্ডা ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোর মানুষজন রয়েছে চরম দুর্ভোগে। গতকাল থেকে তারা বিশুদ্ধ পানি,পয়:নিস্কাশন ও খাবার সংকটে ভুগছে।এদিকে গতকাল রাতে পানির তোড়ে গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুর কাকিনা-রংপুর সড়কের মিলনবাজার এলাকায় কিছু অংশ ভেংগে যাওয়ায় ওই সড়ক দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে।
ক্ষতিগ্রস্তদের জন্য ৭০ টন চাল, ৫ লাখ টাকা বরাদ্দ দেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক আবু জাফর।।