রোহিঙ্গার দা’য়ের কোপে বাংলাদেশি নিহত

রোহিঙ্গার দা’য়ের কোপে বাংলাদেশি নিহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলায় এক রোহিঙ্গার দা’য়ের কোপে নিহত হয়েছে এক বাংলাদেশি। অন্যদিকে, উখিয়ায় বালুখালী ক্যাম্পে স্থানীয়দের সঙ্গে রোহিঙ্গাদের সংঘর্ষ হয়েছে। দু’টি ঘটনাতেই দায়ী রোহিঙ্গাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার মাঝরাতে, রামুর খুনিয়াপালং ইউনিয়নের আব্দুল জব্বারকে হত্যা করে রোহিঙ্গা তরুণ জিয়াবুল। দুই মাস আগে তারা বাংলাদেশে পালিয়ে আসে। তখন থেকে জিয়াবুল তার দূর সম্পর্কের ফুফু, আগে আসা রোহিঙ্গা দিলারার বাসায় থাকতো। শুক্রবার মধ্যরাতে ফুফুর সাথে কথা বলতে দেখে সে ক্ষিপ্ত হয়ে জব্বারকে দা’য়ের কোপে খুন করে। জিয়াবুলকে আটক করেছে পুলিশ।

অন্য ঘটনায় শুক্রবার মাঝরাতে, ডাকাত পড়েছে বলে মাইকিং করে সংঘবদ্ধভাবে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা চালায় উখিয়ার বালুখালী ক্যাম্পের রোহিঙ্গারা। তারা এ সময় আগ্নেয়াস্ত্র থেকে গুলিও ছোঁড়ে। এতে আহত চার স্থানীয় অধিবাসী বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায় : বালুখালী রোহিঙ্গা শিবিরে নলকূপ স্থাপনকে কেন্দ্র করে এ ঘটনায়, অস্ত্রসহ ২ রোহিঙ্গা আটক হয়েছে।