রূপপুরে স্থাপন করা হলো পারমাণবিক চুল্লি

রূপপুরে স্থাপন করা হলো পারমাণবিক চুল্লি

শেয়ার করুন

Ruppur

।। নিজস্ব প্রতিবেদক ।।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে স্থাপন করা হলো নিউক্লিয়ার রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পারমাণবিক চুল্লি­। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে চুল্লি­ স্থাপনের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার পরই রাশিয়ার সাথে রূপপুর পারমানবিক কেন্দ্র প্রকল্প নির্মাণে চুক্তি হয়েছে। একই সাথে দ্বিতীয় পারমানবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণে জায়গা খোজা শুরু হয়েছে বলেও জানান প্রধামমন্ত্রী ।

শেখ হাসিনা আরো বলেন, পরমাণু শক্তি আমরা শান্তির জন্যই ব্যবহার করবো। পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন হবে। সেটা গ্রামের মানুষের কাছে যাবে। তাদের আর্থ-সামাজিক উন্নতি হবে।’

প্রধানমন্ত্রী  বলেন, ‘আশা করি, ২০২৩ সালের মধ্যে এখান থেকে বিদ্যুৎ সরবরাহ এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট শুরু করতে পারবো।’

শেখ হাসিনা আরো বলেন, ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র হয়ে যাওয়ার পর আমরা দক্ষিণাঞ্চলে জায়গা খুঁজছি। দক্ষিণাঞ্চলে শক্ত মাটির জায়গা পাওয়া খুবই কঠিন। তারপরও বিভিন্ন দ্বীপসহ ওই অঞ্চলে জরিপ করছি। আরেকটা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবো, যেখানে ভালো জায়গা পায়। আমার ইচ্ছা, পদ্মার ওপারেও করবো। আশা করি, এ ব্যাপারে কোনও অসুবিধা হবে না।’ তিনি বলেন, ‘সেখানে যদি আমরা আরেকটা পরমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে পারি। তাহলে বিদ্যুতের জন্য আর কোনও অসুবিধা হবে না। তারপরও আমরা বহুমুখী বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে যাচ্ছি এ জন্য যে, বিদ্যুৎ সুবিধা যেন মানুষ পায় এবং অব্যাহত থাকে।’

দেশের ৯৯ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে বিষয়টি আবারও জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের যতটা আর্থিক সচ্ছলতা আসবে, তাদের চাহিদাও বাড়তে থাকবে। তাছাড়া আমরা ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। সেখানে শিল্পায়ন হবে। যত বেশি শিল্পায়ন হবে, ততবেশি বিদ্যুতের চাহিদাও তৈরি হবে। সেটাকে মাথায় রেখে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনের পরিকল্পনা আমরা নিয়েছি।’

পারমাণবিক চুল্লিপাত্র বসানোর এই প্রক্রিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এটিকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের হৃদপিণ্ডও বলা হয়।

রূপপুর পরমাণু কেন্দ্র চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।