রাশিয়া বিশ্বকাপের দল ঘোষণা করেছে ফ্রান্স-পর্তুগাল

রাশিয়া বিশ্বকাপের দল ঘোষণা করেছে ফ্রান্স-পর্তুগাল

শেয়ার করুন

স্পোর্টস ডেস্কঃ

রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পর্তুগাল, ফ্রান্স ও সেনেগাল। পর্তুগীজ দলে রাখা হয়নি অভিজ্ঞ ফরোয়ার্ড নানিকে। এদিকে ইনজুরির কারণে রাশিয়া বিশ্বকাপ শেষ হয়ে গেছে ফ্রান্সের দিমিত্রি পায়েতের।

২০১৬ ইউরোকাপ জেতা দলের ১০ ফুটবলারকে বাদ রেখেই পর্তুগালের বিশ্বকাপ স্কোয়াড সাজিয়েছে ফারনান্দো সান্তোস।

ইউরোকাপের ফাইনালে গোল করা ফরোয়ার্ড এদারেরো জায়গা হয়নি দলে। এছাড়া মিডফিল্ডার আন্দ্রে গোমেজ, রেনাটো সানচেজ ও ডিফেন্ডার এলিসিউ-ও নেই এই তালিকায়।

আক্রমণ ভাগে ক্রিশ্চিয়ানো রোনালদোকে সঙ্গ দেয়ার জন্য রিকার্দো কারেসমার সঙ্গে দলে রেখেছেন ভ্যালেন্সিয়া ফরোয়ার্ড গঞ্জালো গুয়েদেসকে; স্পোর্টিং লিসবনের জেলসন মার্টিনস, সিটির বার্নার্দো সিলভা ও মিলানের আন্দ্রে সিলভাকে। এদিকে ইউরো ফাইনাল খেলা দলের মাত্র ৯ সদস্যকে রেখে বিশ্বকাপের দল দিয়েছে ফ্রান্স।

করিম বেনজেমার সঙ্গে বাদ পড়েছেন এই মৌসুমে প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে ১৪ গোল করা ফরোয়ার্ড আলেজান্দ্রে লাকাজেত্তে। তবে গ্রিজম্যান, অলিভার জিরুদ, কাইলিয়ান এমবাপ্পে ও ওসমান দেম্বেলেদের রেখে শক্ত আক্রমণ ভাগ গড়েছ দিদিয়ের দেশঁ।