রাজীবের ক্ষতিপূরণের আদেশ মঙ্গলবার

রাজীবের ক্ষতিপূরণের আদেশ মঙ্গলবার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

দুই বাসের চাপে হাত হারানোর পর মৃত্যুবরণকারী রাজীবের দুই ভাইকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেয়া আদেশ সংশোধন করে আগামীকাল আদেশ দেবেন আপিল বিভাগ।

হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে বিআরটিসির করা আবেদনের ওপর শুনানি শেষে গত বৃহস্পতিবার আদেশের জন্য সোমবার দিন ধার্য করেছিলেন।

কিন্তু আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৩ সদস্যের বেঞ্চ আবারো সব পক্ষের শুনানি নেন। গত ৮ মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রাজীবের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বিআরটিসি ও স্বজন পরিবহনকে নির্দেশ দেন।

পরে বিআরটিসি কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল করে। গত ৩ এপ্রিল দুই বাসের চাপে হাত কাটা পড়ে রাজীবের। পরদিন ৪ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গত ১৬ এপ্রিল সোমবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজীব হাসান।