যাত্রাবাড়ীতে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

যাত্রাবাড়ীতে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

শেয়ার করুন

 

Road Accident

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন আব্দুর রহমান, রিয়াজুল শারমিন। তারা সবাই সিএনজি অটোরিকশার আরোহী ছিলেন। নিহত আব্দুর রহমানের ছোট মেয়ের স্বামী ফাইজুর জানান, পরিবারের চারজন বরিশাল থেকে ভোরে লঞ্চে ঢাকায় পৌঁছান। 

লঞ্চ থেকে নেমে তারা সিএনজি নিয়ে মাতুয়াইলের উদ্দেশে রওনা হন। গন্তব্যে পৌঁছানোর আগেই একটি বাস তাদের চাপা দেয়৷ চারজনের মধ্যে আব্দুর রহমানের নাতি বেঁচে গেলেও মেয়ে মেয়ের স্বামী নিহত হয়েছেন।

 কিন্তু এসময় সৌভাগ্যক্রমে বেঁচে যান সিএনজি চালক পাঁচ বছরের একটি শিশু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তারা আশঙ্কামুক্ত। 

দুর্ঘটনাকবলিত সিএনজি পুলিশ সড়ক থেকে সরিয়ে নিলেও অভিযুক্ত বাস চালক বা বাস কোনোটিই আটক করতে পারেনি পুলিশ।