ময়মনসিংহে সেনাবাহিনী প্রধানের লকডাউনে সেনা সদস্যদের টহল পরিদর্শন

ময়মনসিংহে সেনাবাহিনী প্রধানের লকডাউনে সেনা সদস্যদের টহল পরিদর্শন

শেয়ার করুন

Mymensingh Army Chief

ছবি- এটিএন টাইমস

।। শাহ আলম উজ্জ্বল,ময়মনসিংহ ।।
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ ময়মনসিংহে
করোনা সংক্রমন প্রতিরোধে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সহায়তায় সেনা
বাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন ।
ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে আজ মঙ্গলবার দুপুরে আর্মি ট্রেনিং
এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর কর্তব্যরত সেনাসদস্যদের টহল সেনা প্রধান
জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ পরিদর্শন ও কুশল বিনিময় করেন। এ সময়
বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যারিষ্টার হারুন
অর রশিদ, জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামান ও র‌্যাবের
অধিনায়কের সাথে মতবিনিময় করেন । এসময় আর্টডকের লেফটেনেন্ট জেনারেল
এস এম মতিউর রহমান, ঘাটাইল সেনা নিবাসের জিওসি মেজর জেনারেল সৈয়দ
তারেক হোসেন ও ময়মনসিংহ স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ
মাহবুবুর রহমান,বিজিবির সেক্টর কমান্ডার উপস্থিত ছিলেন।
সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ করোনা পরিস্থিতির
খোঁজখবর নেন। সেনাপ্রধান কোভিড-১৯ মহামারী মোকাবেলায় প্রশাসন ও
আইন শৃংখলা বাহিনীর ভ‚মিকায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন বাংলাদেশ
সেনাবাহিনী সবসময় জনগনের পাশে থাককে এবং প্রধানমন্ত্রী ও বাংলাদেশ
সরকারের দিক নির্দেশনায় কোভিড-১৯ মহামারী মোকাবেলায়
প্রশাসন,আইনশৃংখলা বাহিনীর সাথে সম্মিলিতভাবে কাজ করে যাবেন।