মেঘে ঢাকা শহর

মেঘে ঢাকা শহর

শেয়ার করুন
cloud dhaka cityy
ছবি: ফেসবুক থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে আজ ঝড়-বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। ঢাকায় সকালে ব্যাপক বৃষ্টিতে অনেক সড়কে পানি জমে গেছে। সকাল থেকেই আকাশ ছিল মেঘলা।

ধীরে ধীরে এ মেঘ আরও ঘনীভূত হয় এবং একপর্যায়ে কালো মেঘে ছেয়ে যায়।

রাজধানীর অবস্থা দেখে মনে হয় যেন রাতের অন্ধকার নেমে এসেছে। এরপর দমকা হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হয়। এতে রাজধানীর বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বৃষ্টিতে রাস্তা-ঘাট ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন তারা। ভারী বৃষ্টিতে মতিঝিল, গুলিস্তান, রাজারবাগ, মালিবাগ, রামপুরা, খিলগাঁও, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুরসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

যাত্রাবাড়ী, মাতুয়াইল, শনিরআখড়া, দনিয়া, শ্যামপুরে, ডেমরার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। ঢাকার মতো দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।