মিয়ানমারের ঋণ স্থগিত করেছে বিশ্বব্যাংক

মিয়ানমারের ঋণ স্থগিত করেছে বিশ্বব্যাংক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কারণে মিয়ানমার সরকারের অর্থ সহায়তা হিসেবে ২০০ মিলিয়ন ডলার ঋণ স্থগিত করেছে বিশ্বব্যাংক। রাখাইন রাজ্যের পরিস্থিতি বিশ্লেষণের পর শুক্রবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আমরা সম্প্রতি অনুমোদিত উন্নয়ন নীতির শর্তাদি মূল্যায়ন করেছি এবং ঋণের কার্যকারিতা অর্জনের জন্য আরো অগ্রগতি প্রয়োজন বলে আশা করছি। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা রোহিঙ্গাদের সহিংসতা, ধ্বংস ও জোরপূর্বক স্থানচ্যুতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

একই সঙ্গে সংস্থাটি মিয়ানমার সরকারকে পরিস্থিতি সামলানোর এবং মানবিক প্রতিক্রিয়া সমর্থন করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে উৎসাহিত করছে।