মালয়েশিয়ার দেনা ১ লাখ কোটি রিঙ্গিত ছাড়িয়ে গেছে: মাহাথির

মালয়েশিয়ার দেনা ১ লাখ কোটি রিঙ্গিত ছাড়িয়ে গেছে: মাহাথির

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ার সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জানিয়েছেন, দেশটির দেনার পরিমাণ ১ লাখ কোটি রিঙ্গিত ছাড়িয়ে গেছে। এই ঋণের জন্য পরাজিত নাজিব রাজাক সরকারের ক্ষমতার অপব্যবহারকে দায়ী করেছেন তিনি।

রাষ্ট্রীয় দেনার পরিমাণ নিয়ে অভিযোগ করলেও মাহাথির ভর্তুকি দেয়া ও জিএসটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন।

ঋণের কথা স্বীকার করলেও নির্বাচনী ওয়াদা অনুযায়ী বিশাল সংখ্যক পণ্যের ওপর থেকে জিএসটি বাতিল করার ঘোষণা দিয়েছেন মাহাথির। আগামী জুন থেকে অনেক পণ্য ও সেবার জিএসটি শূন্য করে দেয়া হবে বলে জানান তিনি।

এর পাশাপাশি জ্বালানি খাতে ভর্তুকি দেয়ার কথাও জানান তিনি। নিজের নির্বাচনী জোট ছাড়াও নাগরিকদের মধ্য থেকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সমাধানে ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে মাহাথিরকে।