ব্লগার রাজীব হত্যা মামলার ডেথ রেফারেন্সের রায় ২ এপ্রিল

ব্লগার রাজীব হত্যা মামলার ডেথ রেফারেন্সের রায় ২ এপ্রিল

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ব্লগার রাজীব হত্যা মামলার ডেথ রেফারেন্সের রায় ঘোষণা হবে আগামী ২ এপ্রিল। এ মামলায় আসামিপক্ষের আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়েছে আজ। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে গত বছর ৭ নভেম্বর এই শুনানি শুরু হয়েছিল।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি মিরপুরে নিজের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার রাজীবকে। এ মামলায় ৮ জনকে সাজা দিয়ে ওই বছরের ৩১ ডিসেম্বর রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

নিম্ন আদালত মৃত্যুদণ্ড দেয় আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য পলাতক রেদোয়ানুল আজাদ রানা এবং ফয়সল বিন নাঈম ওরফে দীপকে। যাবজ্জীবন সাজা হয়েছিল মাকসুদুল হাসান অনিকের।

এ ছাড়া আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান জসীমউদ্দিন রাহমানীসহ বাকি ৫ আসামিকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়।