ব্রাহ্মণবাড়িয়ায় ডায়রিয়া রোগীর ভিড়, হাসপাতালে শয্যা সংকট

ব্রাহ্মণবাড়িয়ায় ডায়রিয়া রোগীর ভিড়, হাসপাতালে শয্যা সংকট

শেয়ার করুন

B Baria Hospital

।। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় হঠাৎ বেড়ে গেছে ডায়রিয়া রোগীর সংখ্যা। হাসপাতাল কর্র্তৃপক্ষ জানিয়েছে, গত ২ দিনে জেলা সদর হাসপাতালে দুই শতাধিক রোগী ভর্তি হয়েছেন। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

রবিবার থেকে বুধবার সকাল পর্ষন্ত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩০০ ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে শিশুর সংখ্যা সবচেয়ে বেশি।

এদিকে শয্যা সংখ্যা সীমিত হওয়ায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না রোগীরা।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ফাইজুর রহমান ফয়েজ জানান, গত কয়েকদিনে জেলা সদর হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। পানিবাহিত কারণে এ সমস্যা দেখা দিয়েছে। যারা এখন পর্যন্ত সুস্থ আছেন তাদের বিশুদ্ধ পানি পানের পাশাপাশি এড়িতে চলতে হবে বাসি খাবার।

সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. ওয়াহিদুজ্জামান, হাসপাতালে রোগীর চাপ বাড়লেও তাদের সেবা দিতে আছে পর্যাপ্ত ঔষধ ও স্যালাইন। ৪ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৩শ শিশু ও বয়স্ক রোগী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১০ জন ডায়রিয়া রোগী।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ বলেন, শুধু জেলা সদর হাসপাতালেই নয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তবে আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ মজুত আছে।