ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে চেয়ারম্যান প্রার্থীসহ দু’জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে চেয়ারম্যান প্রার্থীসহ দু’জন নিহত

শেয়ার করুন

bbaria-nabinagar-ps-2009181414

।। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে চেয়ারম্যান প্রার্থীসহ দু’জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- নাটঘর ইউপির চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এরশাদুল হক (৩০) এবং নাটঘর গ্রামের সন্তোষ সরকারের ছেলে বাদল সরকার (২৫)। বাদল সরকার ঘটনাস্থলেই মারা যান।

জানা গেছে, আসন্ন ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এরশাদুল হক চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে স্থানীয় কুড়িঘর গ্রামের বাজারের এক মাহফিলে গণসংযোগ শেষে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন এরশাদ। এসময় রাস্তায় দুর্বৃত্তরা গুলি ছুঁড়লে বাদল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহতাবস্থায় এরশাদকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনিও মারা যান। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।