বিশ্বব্যাপী ভয়ানক হুমকি হয়ে দাঁড়িয়েছে সুপার ম্যালেরিয়া

বিশ্বব্যাপী ভয়ানক হুমকি হয়ে দাঁড়িয়েছে সুপার ম্যালেরিয়া

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

সুপার ম্যালেরিয়া বিশ্বব্যাপী ভয়ানক হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে সতর্ক করে দিয়েছেন বিজ্ঞানীরা। এই বিশেষ ধরনের ম্যালেরিয়ার জীবানু অত্যন্ত বিপজ্জনক ও বর্তমানে প্রচলিত ওষুধে নিরাময়যোগ্য নয় বলে জানান তারা।

কম্বোডিয়ায় প্রথম এই ‘’সুপার ম্যালেরিয়া’ দেখা যায়, কিন্তু পরবর্তীতে এর জীবাণু থাইল্যান্ড, লাওস ও ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ে। ব্যাংককে অক্সফোর্ড ট্রপিক্যাল মেডিসিন রিসার্চ ইউনিটের একটি দল জানিয়েছে, ম্যালেরিয়া যদি অনিরাময়যোগ্য হয়ে পড়ে তাহলে সেটি ভয়াবহ বিপদ ডেকে আনবে।

রক্তচোষা মশার মাধ্যমে এই রোগ ছড়ায়। এই সুপার ম্যালেরিয়া যে ভাবে ছড়িয়ে পড়ছে, তাতে এটি আফ্রিকা পর্যন্ত বিস্তার লাভ করতে পারে বলে আশংকা করছেন বিজ্ঞানীরা। এই রোগে শিশুমৃত্যুর হার সবচেয়ে বেশি। প্রতি বছর বিশ্বের প্রায় ২১ কোটি ২০ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে থাকে।