ফরিদপুরে ইউপি নির্বাচন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, একজন নিহত

ফরিদপুরে ইউপি নির্বাচন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, একজন নিহত

শেয়ার করুন

Faridpur Murder

।। ফরিদপুর প্রতিনিধি ।।

ফরিদপুরের সালথায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম মারিজ শিকদার। এসময় অর্ধশতাধিক বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এই ঘটনায় আহত হয় কমপক্ষে ৩০ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার বিকেলে বড় খারদিয়া গ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিক মোল্যার সমর্থকদের সাথে আরেক স্বতন্ত্র প্রার্থী টুকু ঠাকুরের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে রফিক মোল্যার সমর্থক মারিজ সিকদার গুরুতর আহত হয়। তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর তিনি মারা যান।

এরপর মারিজ সিকদারের মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে উভয় পক্ষের মধ্যে আবার সংঘর্ষ হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে টিয়ারসেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।