প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ‘ছইলার চর’

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ‘ছইলার চর’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠির বিশখালি নদীর মাঝে জেগে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ‘ছইলার চর’। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে, দক্ষিণাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র্রে পরিণত হতে পারে চরটি।

এক যুগেরও আগে, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার হেতালবুনিয়ায়, বিশখালি নদীতে জেগে ওঠে এই চর। ৪১ একর আয়তনের চরটির চারদিকেই নদী। ছইলা, কেয়া, হোগলা, রানা, মাদার আর হারগুজিসহ নানা প্রজাতির গাছে গাছে পাখিদের কলরব। ছইলা গাছই বেশি বলে পরিচিতি পেয়েছে ছইলার চর নামে।

প্রাকৃতিক সৌন্দর্য আর নিরাপদ যোগাযোগ ব্যবস্থার কারণে, পোর্যটকদের ভিড় দিন দিনই বাড়ছে মনোরম এই চরটিতে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, শিশুদের নিয়ে আসে পিকনিকে। মুগ্ধ সবাই। তবে, তারা এও বলছেন, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ, বাথরুম আর বিশ্রামের জন্য এখানে অবকাঠামো গড়া প্রয়োজন।

প্রশাসনের তথ্যমতে, ২০১৫ সালে ছইলারচরকে পোর্যটন স্পট হিসেবে চি‎হ্নিত করা হয়েছে। এখানে দরকারি সুযোগ-সুবিধা সৃষ্টিতে পোর্যটন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। চিঠি চালাচালি শেষে, সরকার দ্রুত উদ্যোগ নিলে, কেবল দেশি নয়, বিদেশি পোর্যটকদেরও আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে প্রকৃতির উপহার, এই ছইলার চর।