‘প্রবাসীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে পুরোনো আইন বাদ দেয়া হবে’

‘প্রবাসীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে পুরোনো আইন বাদ দেয়া হবে’

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

স্বচ্ছ রেমিটেন্স প্রবাহ ও প্রবাসী শ্রমিকদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে, প্রয়োজনে অদরকারি ও পুরোনো আইনগুলো বাদ দেয়া হবে। বলেছেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার সন্ধ্যায় বাংলা একাডেমীতে আয়োজিত বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

অনাবাসি বাংলাদেশিদেরকে ফাইন্সিয়াল ইনক্লুশন প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা ও বৈধ পথে রেমিটেন্স প্রেরণে উৎসাহিত করতে সরকারের সব ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চলতি বছর ব্যাংকিং মাধ্যমে, সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারীদের মধ্যে ২১ জন প্রবাসী, বন্ডে বিনিযোগকারী ৫ জন ও ৪টি অনাবাসি বাংলাদেশি মালিকানাধীন এক্সচেঞ্জ হাউজকে রেমিটেন্স অ্যাওয়ার্ড দেয়া হয়। এ ছাড়া সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী তফসিলি ব্যাংক হিসেবে সম্মাননা পেয়েছে অগ্রণী, জনতা, সোনালিসহ ৫ টি ব্যাংকিং প্রতিষ্ঠান।