প্রথমবারের মতো দাঁতের ক্ষয়মুক্ত দিবস পালিত

প্রথমবারের মতো দাঁতের ক্ষয়মুক্ত দিবস পালিত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

প্রথমবারের মতো দাঁতের ক্ষয়মুক্ত দিবস পালিত হয়েছে বাংলাদেশে। এ উপলক্ষে সকালে রাজধানীর লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সচেতনতা শোভাযাত্রা বের করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ওরাল হেল্থ প্রমোশন এ্যান্ড ডিজিসেস প্রিভেনশান।

পরে সেখানে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প থেকে দাঁতের সেবা নেয় বিদ্যালয়ের ৩শ শিক্ষার্থী। আলোচনা সভায় চিকিৎসকরা বলেন, শতভাগ মানুষ দাঁতের ক্ষয় রোগে ভোগে। মুখ পরিষ্কার রাখা ও মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলতে পারলেই এই রোগ প্রতিরোধ সম্ভব।

দাঁতে ব্যথা না থাকলেও ৬ মাস পর পর চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন বক্তারা।