পৌষেও রাজধানীতে দেখা মিলছে না শীতের

পৌষেও রাজধানীতে দেখা মিলছে না শীতের

শেয়ার করুন

লাইফ স্টাইল ডেস্ক:

রাজধানীতে পৌষেও দেখা মিলছে না শীতের। আবহাওয়াবিদরা বলছেন ঘনবসতি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবেই প্রকৃতির এমন বিরুপ আচরণ। তবে ডিসেম্বরের শেষ নাগাদ, কন কনে শীত পড়বে এমনটাই পূর্বাভাস দিয়েছেন তারা। পৌষের প্রথম সকাল। হালকা কুয়াশায় ঢাকা পড়লেও শীত খুব একটা নেই রাজধানী ঢাকায়।

বেলা বাড়তে থাকলে কুয়াশা ফেড়ে পূর্বাকাশে উকিঁ দিতে থাকে সূর্ষ। তারই সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে দিনের তাপমাত্রা। তাই খুব বেশি গরম কাপড়ও পরবার প্রয়োজন পড়ছে না রাজধানীবাসীর। আবহাওয়াবিদরা বলছেন, গ্রামীণ জনপদে শীত কিছুটা এলেও রাজধানীতে দেখাই মিলছে না শীতের। কিন্তু পৌষ ও মাঘের পুরো সময়টা জুড়ে থাকার কথা হাড়-কাপানো ঠান্ডা।

আবহাওয়ার এই অস্বাভাবিক আচরণের জন্যে ঢাকার বিপুল জনসংখ্যা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই দায়ী করছেন তারা। খেয়ালী প্রকৃতির এমন বিরুপ আচরণ মানতে নারাজ শীত বিলাসীরা। পিঠা পার্বণের এই পৌষে তাই ঘন শীতের প্রহর গুণছেন অনেকেই।

তবে, প্রকৃতিও বিমুখ করবে না কাউকে। ডিসেম্বরের শেষের দিকে শীতের তীব্রতা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছেন এই আবহাওয়াবিদ।