পাটুরিয়া ঘাটে আজো দীর্ঘ যানজট, দুর্ভোগে হাজারো মানুষ

পাটুরিয়া ঘাটে আজো দীর্ঘ যানজট, দুর্ভোগে হাজারো মানুষ

শেয়ার করুন

Manikganj

।। মানিকগঞ্জ প্রতিনিধি ।।

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আজও পারের অপেক্ষায় রয়েছে পাঁচশোরও বেশি যানবাহন। এতে ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট।

ঘাট সংশ্লিষ্টরা জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় প্রায় ২ মাস ধরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে যানজট লেগেই আছে। পাশাপাশি পদ্মা ও যমুনা নদীর তীব্র ¯্রােতের কারণেও ফেরি পারাপারে আগের চেয়ে সময় অনেক বেশি লাগছে। এতে কমে গেছে ফেরির টিপ সংখ্যা।

এ কারণে আজও পাটুরিয়া ঘাটে পাঁচশোরও বেশি যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এতে দীর্ঘ যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।

এদিকে যাত্রীবাহী পরিবহণ অগ্রাধিকার ভিত্তিতে পার হতে পারলেও পণ্যবাহী পরিবহণকে পারের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা ।

এ রুটে ২০ টির মধ্যে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করলেও যানজট সামলানো যাচ্ছে না। দুই ঘাটের গাড়ির চাপ এক ঘাটের ওপর পড়ায় দুর্ভোগ বেড়েছে।

এই নৌরুট দিয়ে প্রতিদি ৪ হাজার যানবাহন পার করার এবং সমান সংখ্যক যানবাহন দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে আনার সক্ষমতা থাকলেও পরিবহণের চাপ আরও বেশী থাকায় পাটুরিয়া ঘাট যানজট মুক্ত হচ্ছে না ।