পাকিস্তান-চীনকে উপেক্ষা করে চাবাহার বন্দরের উদ্বোধন করল ইরান

পাকিস্তান-চীনকে উপেক্ষা করে চাবাহার বন্দরের উদ্বোধন করল ইরান

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তান-চীনকে চাপে রাখা এবং মধ্য এশিয়ায় বাণিজ্যিক প্রভাব বিস্তারে এবার গুরুত্বপূর্ণ সম্প্রসারিত চাবাহার বন্দরের উদ্বোধন করলো ইরান। আর্থিক সহযোগিতা দিয়েছে ভারত। রোববার চাবাহার সমুদ্রবন্দরের উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। আগামী বছরের শেষ নাগাদ পণ্য ওঠা-নামার কাজ শুরু হয়ে যাবে শাহিদ বেহেস্তি নামের ওই বন্দরে।

পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলে ইরানের দক্ষিণ-পূর্ব প্রান্তের সিস্তান-বালুচিস্তান প্রদেশের চাবাহার বন্দর গড়ে ওঠায় এবার পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার না করেই পশ্চিম উপকূল থেকে ভারত ব্যবসা-বাণিজ্য চালাতে পারবে আফগানিস্তান, ইরান ও মধ্য এশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশগুলির সঙ্গে।

পাকিস্তানকে টপকে ইরান ও আফগানিস্তানে ভারতীয় পণ্য সরবরাহের ক্ষেত্রে এই বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা দিল্লির। মাত্র ৮০ কিলোমিটার দূরে পাকিস্তানের গ্বদর বন্দর। যা তৈরিতে সাহায্য করেছে চীন। ফলে চাবাহার বন্দর তৈরিতে ভারতের অংশীদারিত্ব মধ্য এশিয়ায় কূটনৈতিক ল়ড়াইতেও দিল্লিকে সুবিধাজনক অবস্থানে রাখবে।