নিউ ইয়র্ক টাইমস পত্রিকার ওপর ক্ষিপ্ত ট্রাম্প

নিউ ইয়র্ক টাইমস পত্রিকার ওপর ক্ষিপ্ত ট্রাম্প

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:

২০১৬ সালের নির্বাচনে জয় নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের একাধিক সরকারের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেছিলেন ট্রাম্প পরিবারের সদস্যরা। এমন সংবাদ পরিবেশন করায় যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের ওপর ক্ষিপ্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল উইচ হান্টে তাকে ঘায়েল করতে না পেরে এখন অন্যদিক দিয়ে চেষ্টা চালানো হচ্ছে।

ট্রাম্পের ওই প্রতিক্রিয়ার পর তার আইনজীবী জানিয়েছেন, বিশেষ তদন্তকারী রবার্ট মুলার আগামী সেপ্টেম্বরের আগেই ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত শেষ করতে ইচ্ছুক। ২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়ে আনতে রাশিয়া যুক্তরাষ্ট্রের ওই নির্বাচনে কোনও প্রভাব খাটিয়েছে কি না, তা নিয়ে তদন্ত করছেন রবার্ট মুলার।

রাশিয়ার সংশ্লিষ্টতার পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোর নামও এসেছে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত সংবাদে লেখা হয়েছে, ২০১৬ সালের নির্বাচনের তিন মাস আগে ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র একটি বৈঠকে যোগ দেন।