নাজিব রাজাককে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

নাজিব রাজাককে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

শেয়ার করুন

najib rajak

ডেস্ক রিপোর্ট:

মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির অভিবাসন কর্মকর্তারা আজ এই তথ্য জানিয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী নাজিক রাজাক ও তার পরিবারের সদস্যরা ছুটি কাটাতে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন এমন খবরের ভিত্তিতে নিষেদাজ্ঞা আরোপের পদক্ষেপ নিলো মালয়েশিয়া সরকার।

এর আগে বুধবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোটের কাছে পরাজিত হয়, নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল জোট।

নির্বাচনি প্রচারণার সময় নাজিবের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ২০১৫ সালে রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল থেকে ৭শ মিলিয়ন ডলার আত্মস্বাৎ করেছেন। নির্বাচনে জয়লাভের পর ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

এর পরপরই সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে বিচারের আওতায় আনার ঘোষণা দেন তিনি।