ধরা পড়ছে প্রচুর রূপালী ইলিশ

ধরা পড়ছে প্রচুর রূপালী ইলিশ

শেয়ার করুন

hilshaডেস্ক রিপোর্ট:

বরিশালের মেঘনাসহ বিভিন্ন নদী ও সাগরে পাওয়া যাচ্ছে প্রচুর রূপালী ইলিশ। আষাঢ় থেকে ভাদ্র, এই ৩ মাসই ইলিশের ভরা মৌসুম।

তবে মৌসুমের শুরুতে তেমন ইলিশ পাওয়া না গেলেও, শেষ সময়ে হঠাৎ করে বরিশালের মেহেন্দীগঞ্জ, কালিগঞ্জ, চন্দ্রমোহন, ভোলা, চরফ্যাশন, তজুমদ্দিন, বোরহান উদ্দিন ও লালমোহনে মেঘনা, তেতুলিয়া, কালাবদর, মাসকাটা, সন্ধ্যা ও সুগন্ধ্যাসহ বিভিন্ন নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।

জেলার সবচেয়ে বড় মোকাম পোর্ট রোড এলাকা এখন জেলে, আড়ৎদার, শ্রমিক ও ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখরিত। কয়েক দিন আগেও যেখানে র্পোট রোডে ইলিশ আমদানী হয়েছিল প্রতিদিন মাত্র ৩শ থেকে ৫শ মণ।

এখন আমদানী হচ্ছে প্রায় ৩ হাজার মণ ইলিশ। দামও অনেক কম। এতে হাসি ফুটেছে জেলে, আড়ৎদারসহ সবার মুখে ।