‘দ্বিতীয়বারের মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের ৫ নম্বর কেটে নেওয়া হবেই’

‘দ্বিতীয়বারের মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের ৫ নম্বর কেটে নেওয়া হবেই’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

দ্বিতীয়বারের মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের ৫ নম্বর কেটে নেওয়া হবেই। মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় আগের বছরের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের ক্ষেত্রে মেধাতালিকা তৈরির নিয়ম আটকে দিয়ে হাই কোর্ট যে আদেশ দিয়েছিল, তা স্থগিত রেখেছে আপিল বিভাগ।

সর্বোচ্চ আদালতের এই আদেশের ফলে ভর্তি পরীক্ষার মেধা তালিকা তৈরির সময় দ্বিতীয়বারের পরীক্ষার্থীদের ৫ নম্বর কেটে নেওয়ার সিদ্ধান্তই বহাল থাকল। রাষ্ট্রপক্ষ ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের দুটি আবেদনের শুনানি করে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারকের আপিল বেঞ্চ আজ এ আদেশ দেন।

রিট আবেদনকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ নিজেই এ বিষয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দেশের মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা হবে আগামী শুক্রবার। আর ১০ নভেম্বর হবে ডেন্টালের ভর্তি পরীক্ষা।