তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: জেলায় জেলায় বিক্ষোভ

তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: জেলায় জেলায় বিক্ষোভ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে দেশের কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। অধিকাংশ জায়গায়ই পুলিশের বাধার মুখে পড়েছে বিক্ষোভকারীরা।

সকালে, নগরীর রামঘাট থেকে কান্দিরপাড়ের দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে মিছিল নিয়ে আসেন দলের নেতাকর্মীরা। সেখানে সমাবেশ করার সময় পুলিশ বাধা দিলে, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

টাঙ্গাইলেও পুলিশের বাধার মুখে মিছিল-সমাবেশ করতে পারেননি জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। কুড়িগ্রামে মিছিল করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
সাতক্ষীরায়ও বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা।