ঢাবির ‘ঘ’ ইউনিটে পাস করা শিক্ষার্থীদের নিয়ে ফের পরীক্ষা

ঢাবির ‘ঘ’ ইউনিটে পাস করা শিক্ষার্থীদের নিয়ে ফের পরীক্ষা

শেয়ার করুন

Dhaka_University-daily-sunনিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠা ‘ঘ’ ইউনিটের পরীক্ষা আবার নেয়া হবে। তবে যারা আগের পরীক্ষায় পাশ করেছেন শুধু তারাই অংশ নিতে পারবে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ডিন’স কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এ কথা জানান।

ঘ ইউনিটে প্রায় সাড়ে ১৮ হাজার পরীক্ষার্থী পাস করেছে। ডিনরা তাদের আরেকটা পরীক্ষা নেওয়ার কথা বললেন। পরীক্ষার সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারী ডিনরা বসে সিদ্ধান্ত নিয়ে পরীক্ষার তারিখসহ অন্যান্য তথ্য পরে গণমাধ্যমকে জানাবেন৷

১২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তখনই ওঠে। পরীক্ষা শুরু হওয়ার অন্তত এক ঘণ্টা আগে ফাঁস হওয়া প্রশ্নের কথা গণমাধ্যমে তুলে ধরা হয়। ভর্তি পরীক্ষার আগে ফাঁস হওয়া প্রশ্নের কপি প্রক্টরকেও দেখানো হয়। সেই প্রশ্নে ৭২টি প্রশ্ন দেখানো হয়, যা ভর্তি পরীক্ষার প্রশ্নের সঙ্গে হুবহু মিলে যায়।

অবশ্য প্রথম থেকে ভর্তি পরীক্ষার সঙ্গে নিয়োজিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করে আসছিল।

পরে এ নিয়ে সাধারণ ছাত্ররা পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ করে। সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগও  পরীক্ষা নতুন করে নেয়ার দাবি জানিয়েছে।