ড্যাফোডিলে দুইদিনব্যাপী ‘চলচ্চিত্রে যুদ্ধ’

ড্যাফোডিলে দুইদিনব্যাপী ‘চলচ্চিত্রে যুদ্ধ’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

মহান বিজয় দিবস উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থীরা দুইদিনব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করে। ‘চলচ্চিত্রে যুদ্ধ’ নামে এ উৎসবটি অনুষ্ঠিত হবে বিজয়ের মাস ডিসেম্বরের ১০ ও ১২ তারিখ।

উৎসবে মুক্তিযুদ্ধভিত্তিক দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি যুদ্ধ বিষয়ক আন্তর্জাতিক চলচ্চিত্র ও প্রদর্শিত হবে। নির্ধারিত তারিখের দুই দিনই সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

মুক্তিযুদ্ধে চলচ্চিত্র নামে এ উৎসবে প্রদর্শিত হবে চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১জন’ ফাখরুল আরেফিন খান পরিচালিত ‘ভুবন মাঝি’ হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আগুনের পরশমণি’ এবং মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’।

আর বিদেশী চলচ্চিত্রের মধ্যে দেখানো হবে ‘এনিমি অ্যট দ্য গেটস’। বিখ্যাত ফ্রেঞ্চ পরিচালক জ্যান-জ্যাক আনাউড পরিচালিত ফ্রেঞ্চ-আমেরিকান যুদ্ধভিত্তিক এ সিনেমাটি তৈরি করা হয় অ্যামেরিকান লেখক উইলিয়াম ক্রেইগের ‘এনিমি অ্যট দ্য গেটস’ উপন্যাসের অবলম্বনে।

বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত এ উৎসবটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।