ট্রাম্পের কাছে ভয়ংকর মিখ্যাচার করেছেন প্রিয়া: জয়

ট্রাম্পের কাছে ভয়ংকর মিখ্যাচার করেছেন প্রিয়া: জয়

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

ট্রাম্পের কাছে ভয়ংকর মিখ্যাচার করেছেন প্রিয়া সাহা, তার বক্তব্যের প্রতিবাদ না করায় মার্কিন দূতাবাসের দুরভিসন্ধি। এই ধরনের কাজের পেছনে এ অঞ্চলে সেনা অভিযানের ক্ষেত্র প্রস্তুত করাই তাদের লক্ষ্য। এক ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রোববার তার ফেসবুকে এ স্ট্যাটাস দেন তিনি। জয় লিখেন, প্রিয়া সাহাকে আমেরিকায় পাঠানো হয় মার্কিন দূতাবাসের মনোনয়নে। অনেক সমালোচনার পর দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে বিবৃতি দেয়া হয়েছে উল্লেখ করে জয় বলেন, যখন তাদের একজন মনোনীত অংশগ্রহণকারী তাদেরই রাষ্ট্রপ্রধানের কাছে কোনো ভয়ংকর মিথ্যা বক্তব্য দিলেন, তাদের উচিত ছিল তাৎক্ষণিকভাবে তার প্রতিবাদ জানানো, যা তারা করেননি। এই বিষয়টি থেকে মার্কিন দূতাবাসেরই দুরভিসন্ধি প্রকাশ পায় বলে মনে করেন তিনি। সজীব ওয়াজেদ জয়ের দাবি, মার্কিন দূতাবাস জেনেশুনেই প্রিয়া সাহাকে বাছাই করেছেন। এছাড়া, মার্কিন দূতাবাস সব সময় আওয়ামী লীগ বিরোধী বলেও দাবি করেন তিনি।