ট্রাভেল এজেন্সির অবহেলায় অনিশ্চিত ৬৯ জনের হজযাত্রা!

ট্রাভেল এজেন্সির অবহেলায় অনিশ্চিত ৬৯ জনের হজযাত্রা!

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

দুটি ট্রাভেল এজেন্সির অবহেলায় অনিশ্চিত হয়ে পড়েছে ৬৯ জন বাংলাদেশীর হজযাত্রা। বিমান বন্দর থেকে ফিরে আসতে হয়েছে তাদের। জাজিরাতুল আরবের ৪২ জন এবং কে আই ট্রাভেলসের ২৭ জন হজযাত্রীকে না নিয়েই চলে গেছে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট।

শুক্রবার রাতে এই হজযাত্রীদের সৌদি আরব পৌছার কথা থাকলেও, তাদের আশ্রয় হয়েছে ঢাকার আশকোনা হজক্যাম্পে। ট্রাভেল এজেন্সির গাফিলতিতে বিমান ছাড়ার কিছুক্ষণ আগে এয়ারপোর্টে পৌছান তারা। ফলে টিকেট-ভিসা সব কিছু ঠিক থাকলেও সোয়া ৫টায় সৌদি এয়ার লাইন্সের নির্ধারিত বিমানে উঠতে পারেননি তারা।

হজযাত্রীদের এই ভোগান্তি ও হজে যাওয়ার অনিশ্চয়তা নিয়ে কথা বলতে চাইলে প্রথমে গণমাধ্যমকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন জাজিরাতুল আরব ট্রাভেলসের মালিক ও তার প্রতিনিধি। পরে একে অপরকে দোষারোপ করলেও সদুত্তর দিতে পারেননি তারা।

এ ব্যাপারে আশকোনা হজক্যাম্পের ভারপ্রাপ্ত পরিচালক হাফিজ উদ্দিন জানান, আটকেপড়া হজযাত্রীদের যে কোন মূল্যে সৌদি আরব পাঠাতে আল্টিমেটাম দেয়া হয়েছে ট্রাভেল এজেন্সি দুটিকে। তবে এক্ষেত্রে হজযাত্রীদের কাছ থেকে কোন বাড়তি টাকা আদায় করা যাবে না বলেও সতর্ক করে দেন তিনি।