টাঙ্গাইলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

টাঙ্গাইলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

শেয়ার করুন

Madhupur, 23-11-2018মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনের একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান এফ-৭ বিধ্বস্থ হয়েছে। এ ঘটনায় ওই প্রশিক্ষণ যুদ্ধ বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দিপু নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে।

এ ব্যাপারে মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন ও মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাস এবং মধুপুর উপজেলার অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়ার সাথে কথা বলে জানা গেছে, ২২ নভেম্বর থেকে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নের রসুলপুর ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ যুদ্ধ বিমানের মহড়া চলছিল। Arif - 23-11-2018শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমানের এফ-৭ পিজি নামক প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি হঠাৎ বিধ্বস্ত হয়ে মাটিতে ধুমড়ে মুচরে পড়ে যায়। এ সময় বিমানটিতে আগুন ধরে দাও দাও করে জ্বলতে থাকে। এতে ঘটনাস্থলেই দুর্ঘটনা কবলিত বিমানের পাইলট আরিফের মৃত্যু হয়। দুর্ঘটনাস্থল প্রশিক্ষণ এরিয়া হওয়ায় সাধারণ মানুষ এবং সাংবাদিকদেরও এখানে প্রবেশ করতে দেয়া হয়নি। এ ঘটনার পর বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়। দুর্ঘটনায় সহকারী পাইলট আহত হয়েছে বলে জানা গেছে। তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।