জয় দিয়ে মাশরাফির টি-টোয়েন্টির গল্পের ইতি

জয় দিয়ে মাশরাফির টি-টোয়েন্টির গল্পের ইতি

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

সাকিব-মুশফিক-সাব্বিররা মাশরাফিকে জয়ই উপহার দিলেন। তার বিদায়ী ম্যাচে শ্রীলংকাকে ৪৫ রানে হারিয়ে ১-১ সমতায় রেখে টি-টোয়েন্টি সিরিজ শেষ করলো বাংলাদেশ।

কলম্বোয় টস জিত ব্যাট করা বাংলাদেশের শুরুটা হয় দূর্দান্ত। ইমরুল আর সৌম্যের ৭১ রানে জুটি বাংলাদেশের বড় স্কোরের ভিত গড়ে দেয়। ইমরুলের ৩৬, সৌম্যের ৩৪ আর সাকিবের ৩৮ রানে ৯ উইকেটে ১৭৬ রান করে বাংলাদেশ। হ্যাটিট্টিক করেন মালিঙ্গা।

জবাবে, ব্যাট করতে নেমে সাকিব জাদুতে বিপদে পড়ে শ্রীলংকা। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলংকা।তবে কাপুগেদারা ও পেরেরা জুটি পরাজয়ের ব্যবধান কমায়। কাপুগেদারা করেন ৫০ রান।

মুস্তাফিজু ৪ ও সাকিব নেন ৩টি উইকেট। শ্রীলংকা সফরে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও ড্র করেছে বাংলাদেশ।