জয়পুরহাটে তালেবানের নামে জেলা জজকে হুমকি

জয়পুরহাটে তালেবানের নামে জেলা জজকে হুমকি

শেয়ার করুন

04

।। জয়পুরহাট প্রতিনিধি ।।
জয়পুরহাট জেলা ও দায়রা জজ রুস্তম আলীর ওপর হামলার হুমকি দিয়েছে তালেবান গোষ্ঠী নামের একটি সংগঠন। হুমকি দাতা হিসেবে জয়পুরহাট সদরের দুর্গাদহ ভাদশার আশরাফ আলী নামে এক ব্যক্তির নাম লেখা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারি কৌশলী নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, দুপুরে ডাকযোগে একটি চিঠি বিচারকের নামে আসে। চিঠিতে বাংলাদেশে তালেবানদের নিয়মে বিচার কাজ পরিচালনা ও মাথায় পাগড়ি পড়াসহ বিভিন্ন নির্দেশ দেয় সংগঠনটি।
এতে আরো লেখা হয়, জয়পুরহাট জেলার পাঁচটি থানা ধ্বংস করব আর সবার আগে পুলিশ মারব সব। তালেবান অন্যায়ের পক্ষে নয় ন্যায়ের পক্ষে। বাংলাদেশ চলবে তালেবান অধিনে বিচার আচার হবে কোরান সুন্না অনুযায়ী। আপনি বিচারক, ন্যায় ও অন্যায় বিচার হচ্ছে না। কোটে যাওয়ার সময় বিচারক, আইনজীবি, মুহুরি সবাই মাথায় তালেবান পাগড়ী পরিধান করতে হবে।
পাগড়ী পরিধান না করিলে আদালতে যেতে দেওয়া হবে না হামলার স্বীকার হতে হবে। আদালতের আশ পাশে কোন পুলিশ থাকবে না। ভারত বাংলাদেশ হবে তালেবান রাষ্ট্র। বাংলাদেশের নাম হবে পূর্বপাশা আর ভারতের নাম হবে সুলতানশাহা। এছাড়া অসংখ্য হুমকি দিয়ে হুশিয়ারী করেছে তালেবান নামে ওই গোষ্ঠিরা।
এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে। হুমকী দাতাকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।