জেদ্দা পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

জেদ্দা পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক :

জেদ্দা পৌঁছেছে বাংলােদশের প্রথম হজ ফ্লাইট। বৃহস্পতিবার সৌদি আরবের স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশের ফ্লাইটটি জেদ্দায় পৌঁছায়।

এর আগে সকাল ৮টা ১০ মিনিটে ৪০১ যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় এই বিমান। উদ্বোধনী হজ ফ্লাইটের যাত্রীদের বিদায় জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী মতিউর রহমান।

হাজিদের কষ্ট কমাতে সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তারা। বাংলাদেশের ১ লাখ ২ হাজার ৬৪ জন এবার হজ পালন করবেন। তাদের জন্য বিমান বাংলাদেশের ১১২টি বিশেষ ফ্লাইট ও ৩২টি নির্ধারিত ফ্লাইট আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলাচল করবে।